Bangladesh Reconditioned Vehicles Importers and Dealers Association(BARVIDA)
মোহাম্মদ শহীদুল ইসলাম
সেক্রেটারি জেনারেল,

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) ওয়েব পোর্টাল এর আনুষ্ঠানিক উদ্বোধনে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি বারভিডার বর্তমান কার্যনির্বাহী পরিষদের একটি উল্লেখযোগ্য অর্জন বলে আমার বিশ্বাস।

বারভিডা বর্তমানে ৯০০ সদস্যের একটি জাতীয়ভিত্তিক বাণিজ্য সংগঠন। এ খাতের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় দেশের রিকন্ডিশন্ড মোটরযান খাত একটি সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বারভিডা গত ৩ দশকেরও বেশি সময় ধরে দেশের পরিবহন খাতের সিংহভাগ যানবাহন সরবরাহ করে আসছে। এ খাতে আমাদের বিনিয়োগ প্রায় ২০ হাজার কোটি টাকা। আমরা সরকারকে প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদান করে আসছি। আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে।

২০১৯ সালের জুলাই মাসে অনুষ্ঠিত বারভিডার দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে নির্বাচিত হবার পর থেকে এসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি সকল সদস্যের স্বার্থ রক্ষা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ খাতের সকল ব্যবসায়ীর সম্মিলিত প্রচেষ্টা এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সহযোগিতার মাধ্যমে আমরা দেশের রিকন্ডিশন্ড মোটরযান খাতকে আরও শক্তিশালী ও টেকসই খাত হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বারভিডা ওয়েব পোর্টালটির আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে এটি বারভিডার সকল সদস্য এবং গাড়ির ক্রেতা ও আগ্রহী সকল ব্যক্তিকে সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমি আশা করি। সদস্যবৃন্দের সকল তথ্য সংরক্ষণ করার সাথে সাথে সদস্যপদের জন্য অনলাইনে আবেদন ও এ খাতের প্রয়োজনীয় সকল তথ্য পরিবেশনে বারভিডা ওয়েব পোর্টাল যথাযথ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।

আমি বারভিডা ওয়েব পোর্টালের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।


মোহাম্মদ শহীদুল ইসলাম
সেক্রেটারি জেনারেল, বারভিডা ।

Call Message Test Drive Direction
Loading...
Contact