জাতীয় শোক দিবস উপলক্ষে বারভিডার আয়োজনে আজ বিকেলে বারভিডা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বারভিডার সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন, সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রাক্তন প্রেসিডেন্ট জনাব আবদুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও সংগঠনের ট্রেজারার জনাব মোঃ আনিছুর রহমান ও কার্যনির্বাহী সদস্য জনাব মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট) ও জনাব আবু হোসেন ভূইয়া (রানু) এবং সাধারণ সদস্যবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বারভিডা নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করেন এবং তাঁর দুরদর্শী অর্থনৈতিক দর্শন এর উপর আলোকপাত করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ শোক পালনের সাথে সাথে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন ও কাজগুলো বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন, যাতে তাদের কর্মের মাধ্যমে জাতির পিতার আত্মত্যাগের মহিমা ও দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ প্রতিফলিত হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ১৫ আগস্টে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বারভিডার ভাইস প্রেসিডেন্ট ২ জনাব রিয়াজ রহমান, কালচারাল সেক্রেটারি জনাব জোবায়ের রহমান এবং কার্যনির্বাহী সদস্য জনাব কাউছার হামিদ, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব জিয়াউল ইসলাম জিয়া, জনাব এ. বি. সিদ্দিক (আবু), জনাব মোঃ রায়হান আজাদ (টিটো), জনাব মোঃ নাজমুল আলম চৌধুরী, জনাব মোঃ গোলাম রব্বানি (শান্ত), জনাব মোঃ লাবু মিয়া হাজী রুবেল ও পুনম শারমিন ঝিলমিল উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।